সংবাদ বিজ্ঞপ্তি।। ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, সকাল ১১:৩০ মিনিটে এটিএম শামসুল হক অডিটোরিয়াম, সিরডাপ, ঢাকা-এ ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে “প্রস্তাবিত নাগরিক সুপারিশ: নদী সুরক্ষায় রাজনৈতিক অঙ্গীকারের গুরুত্ব” শিরোনামে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। ইউএসএইড এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের (সিপিআই) এর সহযোগিতায় ওয়াটারকিপার্স বাংলাদেশ এই নাগরিক সংলাপের আয়োজন করে।
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম, ঢাকা ২ আসন, জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন) অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, ইউএসএইড বাংলাদেশের ডিআরজি অফিস ডিরেক্টর অ্যালেনা ট্যানসি, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি কেটি ক্রোক, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএসএস) এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনর ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরে আলম, প্রমূখ।
এই নাগরিক সংলাপে প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লন্ডন এর বিরবেক স্কুল অব ল’ এর সহযোগী প্রভাষক মোহাম্মদ গোলাম সারওয়ার, এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মিডিয়া বিভাগের প্রধান মোস্তফা আলমগীর রতন প্রমূখ। এসময় আরো বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের নির্বাহী পরিচালক ক্যামেলিয়া চৌধুরী, সচেতন নাগরিক সমাজ সংগঠনের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, নিরাপদ চিকিৎসা চাই এর সাধারণ সম্পাদক উম্মে সালমা, বারোগ্রাম উন্নয়ন সংস্থার সদস্য জান্নাতি আক্তার রুমা, তুরাগ নদী মোর্চার ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি আমজাদ আলী লাল, ডব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী মুক্তি প্রমূখ।
সকালে সিরডাপ মিলনায়তনে এই নাগরিক সংলাপের উদ্বোধন করেন ঢাকা ২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর সংলাপে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার তুলে ধরেন রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ এবং দুষণ ও দখল থেকে নদীর সুরক্ষায় রোডম্যাপ প্রস্তাবনা তুলে ধরেন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী সৈয়দ তাপস।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান এমপি বলেন, আমাদের দূর্ভাগ্য যে আজকে বাংলাদেশ ৫৪ বছর পার করছে কিন্তু আমরা আমাদের পরিবেশ রক্ষায় তেমন কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারি নাই। ঢাকায় আগে যে সকল খাল ছিলো তা আর নেই। যার ফলে এখন একটুখানি বৃষ্টিতেই জলাদ্ধতা তৈরি হয়। আজকে সিটি কর্পোরেশন উদ্ধারের চেষ্টা করছি। নদী দখল যারা করছে তারা সকলেই সরকারের কাধে ভর করে এ কাজ করছে। ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। ট্যানারি সরানো পরেও দূষণ কমে নাই। আগে ট্যানারির কারণে বুড়িগঙ্গা দূষিত হতো এখন। আগে আমরা বজরায় চড়ে মিরপুরে পিকনিকে যেতাম কিন্তু এখন তা আর সম্ভব নয়। বুড়িগঙ্গা অনেক বড় একটি নদী ছিলো যা বর্তমানে সরুখাল হয়ে এসেছে।
তিনি আরো বলেন, নদী দূষণমুক্ত করতে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে তার বাস্তবায়ন আমরা দেখতে পাবোই। মাননীয় প্রধানমন্ত্রী নদী রক্ষায় যে পরিকল্পনা গ্রহণ করেছেন তার বাস্তাবায়ন আমরা দেখতে পাবোই। বর্তমান সরকার নদীগুলো রক্ষায় অঙ্গীকার করেছে তার বাস্তবায়ন হবেই।
এই নাগরিক সংলাপের সভাপতি ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল তার সমাপনী বক্তব্যে বলেন, বুড়িগঙ্গা অনেক বড় একটি নদী ছিলো যা বর্তমানে সরুখাল হয়ে এসেছে। আমরা আদৌ জানি না এটা উদ্ধার করতে কতদিন লাগবে বা আদৌ উদ্ধার করতে পারবো কী না। আজকের এই সংলাপ অনুষ্ঠানে আমরা জানতে পারলাম ঢাকা শহর এবং তার আশেপাশের নদী সুরক্ষায় ৫০ টি প্রকল্প গ্রহণ করেছে সরকার। এই প্রকল্পগুলো জন সম্পৃক্ততা ও জন আকাঙ্খার প্রতিপ্রফলন দেখতে চাই আমরা। আমরা অনেকদিন ধরেই পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছি।
অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, আমাদের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে ব্যক্তি জায়গা থেকে সচেতন হতে হবে। আমরা কিছু জনপ্রতিনিধি রয়েছি যারা বিভিন্ন সময় সুপারিশের মাধ্যমে অযোগ্যদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দেয়া হচ্ছে। সরকার সকল জায়গায় কাজ করতে সচেষ্ট রয়েছে। ইলিশ সংরক্ষণসহ পরিবশ সংরক্ষণে ব্যাপক কাজ করে যাচ্ছে।
অ্যালেনা ট্যানসি বলেন, ঢাকার চারপাশির নদীর গুলো খুবই গুরুত্বপূর্ণ। নদী পাড়ের ফ্যাক্টরগুলো এসকল নদী দূষণ করছে। সুশীল সমাজ ও জনগণ সকলেই একসাথে কাজ করছে যা ঢাকার দূষণ ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। আমেরিকার জনগণ বাংলাদেশের পাশে আছে সবসময়।
কেটি ক্রোক বলেন, বাংলাদেশের বিদ্যমান পরিবশে সমস্যাগুলো এদেশের নাগরিকদেরই সমাধানের প্রচেষ্টা করতে হবে। তবে, আমরা আমাদের জায়গা থেকে ন্যায্য সহযোগিতা সবসময় অব্যাহত রাখবো যাতে করে আপনারা আপনাদের সুন্দর প্রচেষ্টায় আমরা অংশীদার হতে পারি।
মালিক ফিদা এ খান বলেন, আমাদের মেনিফেস্টো যদি দেখি দেখবো যে, ১৯৭০ এর মেনিফেস্টো সহ পরবর্তীতে সকল মেনিফেস্টোতে পরিবেশ রক্ষার সদিচ্ছার প্রতিফলন দেখেছি। প্রতিদিন প্রায় ৫৮০০ টন সলিড ওয়েস্ট আমদদের ডাম্পিং করার ক্যাপাসিটি আছে। যে সোর্স থেকে এই দূষণগুলো হচ্ছে সে সকল জায়গায় আমাদের নজর দিতে হবে। ইটিপি ও সেন্ট্রাল ইটিপি নির্মাণ করতে হবে। ঢাকা শহরের দখল-দূষণ রোধ ও সামগ্রিক উন্নয়নের জন্য দু’টি কমিটি গঠন করা হয়েছে যাতে বিভিন্নভাবে পরিবেশ বিষয়ক সমস্যাগুলোকে মোকালেলা করা যায়। নদী রক্ষা কমিশনের বিভিন্ন আইনগত সীমাবদ্ধতা রয়েছ। যা সংশোধনের জন্য কাজ হচ্ছে।
মোস্তফা আলমগীর রতন বলেন, পরিবেশ ও নদীর বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ঢাকার চারটি নদী পরিত্যক্ত হয়ে গিয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশনের যে সর্বশেষ রিপোর্ট তা অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ১০০৮ টি নদী রয়েছে। আগে আরো অনেক বেশি নদী ছিলো। আমরা বিভিন্ন নদী রক্ষায় কাজ করছি। জাতীয় নদী রক্ষা কমিশন যথেষ্ট শক্তিশালী নয়।
মো: গোলাম সরওয়ার বলেন, নদীকে একটি জীবন্ত সত্ত্বা হিসেবে ঘোষণা করা হলো বাংলাদেশের যে একটি যুগান্তকারী রায়। সারা পৃথিবীতে হয়তো সর্বোচ্চ পাঁচ-ছয়টি দেশে এটি করেছে। তবে এটি বাস্তবায়ন কেমন হচ্ছে তা আলোচনার দাবি রাখে। গত পঞ্চাশ বছরে আমরা দেখেছি পায় ১৫৮টি নদী শুকিয়ে গেছে। ঢাকার চারটি নদীকে ইকোলজিকালি ডেড ঘোষণা করা হয়েছে। এ থেকে আমরা বুঝি যে, অন্যান্য গুরুতর অপরাধের মধ্যে আরেকটি অপরাধ হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস করা। নদী ধ্বংসের কারণে আমাদের জীবন যাপনের উপর প্রভাব পড়ছে। যারা নদীকে দূষণ করছে তাদের তালিকা করা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের মতে, ২০১৯ সালে ২ লক্ষ ৭২ হাজার মানুষ মরেছে পরিবেশ দূষণ জনিত কারণে। আমাদের দেশের ভূ-প্রকৃতিকে বিবেচনায় নিয়ে বলতে হবে যে, বাস্তুসংস্থান ধ্বংস করে উন্নয়ন করার সুযোগ নাই। বাংলাদেমের আইনের অভাব নেই কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এর কোন প্রভাব নাই।
মীর মোহাম্মদ আলী বলেন, আমি ঢাকা শহরের যে সকল নদীলো দেখছি সেখানে দেখেছি এসকল নদীগুলোর অক্সিজেন লেভেন শুণ্যের কাছাকাছি। এই নদী মাছের বসবাসের অযোগ্য হয়ে গেছে। এ থেকে উত্তরণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
কাউন্সিলর মোঃ নূরে আলম বলেন, বর্তমান সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে আমাদের এলাকায়। তবে দুর্ভাগ্যজনকভাবে, স্যুয়ারেজের বর্জ্য নদীতে ফেলা হচ্ছে প্রচুর পরিমাণে। ঢাকা শহরের সকল জায়গার স্যুয়ারেজের বর্জ্যগুলো নদীর পানি ব্যাপক দূষণ করছে। ঢাকা শহরের চারটি এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে যেগুলো দ্রুতগতিতে হওয়া প্রয়োজন। এর মাধ্যমে পানি ও নদী দূষণ রোধ করা অনেকাংশেই সম্ভব।
সচেতন নাগরিক সমাজের নির্বাহী পরিচালক এস এম জাহাঙ্গীর আদেল বলেন, নদী দূষণ নিয়ে কাজ করতে গিয়ে যে ধরনের সহযোগিতা পাওয়া দরকার ছিলো তার মধ্যে অন্যতম হচ্ছে সিটি কর্পোরেশন যারা বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে অনেক বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। আমরা যদি এটা বাধা দিতে যাই তাহলে অনেক অসাধু ও দূষণের সুবিধাভোগী লোকজন আমাদের বাধা দেয়। যদি যথাযথ পরিকল্পনা নেওয়া হয় তাহলে আমরা বেঁড়িবাধ পরিচ্ছন্ন করতে পারবো। যার মাধ্যমে নদীর দূষণ অনেকাংশেই কমে আসবে।
উম্মে সালমা বলেন, আমরা নদী পাড়ের মানুষ হিসেবে দেখছি কামরাঙ্গীর চরে অনেক উন্নয়ন হচ্ছে। বর্তমানে আমরা দেখতে পারছি বুড়িগঙ্গা নদীর পাড়ে যে সকল দূষণ দেখছি তার পরিচ্ছন্ন করতে কোন ট্রিটমেন্ট করা হচ্ছে না। একই সাথে বর্তমানে নদীর পাড়ে যে সকল গাছ লাগানো হচ্ছে সেগুলো হচ্ছে শোভাবর্ধনকারী। এমতাবস্থায় আমরা ছায়া প্রদানকারী বৃক্ষ রোপনের জন্য পদক্ষেপ গ্রহণে আহ্বান জানাই।
জান্নাতি আক্তার রুমা বলেন, আমরা জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। বর্তমানে আমরা দেখছি যে এসকল নদীগুলো বর্তমানে ব্যাপকভাবে দূষিত। বর্তমানে আমরা যে নদীর মাছ খাচ্ছি তা কোনভাবেই নিরাপদ ভাবতে পারছি না। কৃষকরা ও নারীরা এই নদীর পানির পানি ব্যবহার করতে পারছে না। এসকল নদীর পানি বর্তমানে এতটাই দূষিত হয়ে গেছে যে, তা ডোবার পানির চেয়েও দূষিত।
আমজাদ আলী লাল বলেন, আমাদের নদীগুলো বিভিন্ন কারণে জর্জরিত। আপনারা জানেন, এখন আমরা যদি তুরাগের পাশে যাই তাহলে দুর্গন্ধে আমরা খুব বেশিক্ষণ আমরা এর পাশে দাড়িয়ে থাকতে পারি না। স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্নভাবে এইসকল নদীগুলো দূষণ করছে। আমরা তুরাগ দূষণ রোধে সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করার অনুরোধ করছি।
ক্যামিলিয়া চৌধুরী, আমরা যে সকল নদীতে দূষণ দেখছি তার পেছনে কারা আছেন? দখলকারী, বিআইডব্লিউটিএ, ঢাকা ওয়াসা ও প্রশাসনের লোকজনদের আমি দায়ী করবো। আমরা একবার এক জায়গায় গিয়েছিলাম যেখানে কোন ময়লা ফেলার জায়গা না থাকার কারণে দেখলাম যেখানে সেখানে ময়লা ফেলার কারণে চরম দুর্দন্ধ তৈরি হচ্ছে। নদীর প্রবাহকে বাধা দিয়ে প্রবাহমান নদীকে আমরা ডোবার মত বানিয়ে ফেলেছি। বুড়িগঙ্গা একসসময় বিভিন্ন আচার-অনুষ্ঠান হতো। কিন্তু বর্তমানে তা আর হচ্ছে না। তাই আমি প্রশাসনের কাছে দাবি করবো যে, যথাযথ মানুষের মাধ্যমে এই নদীগুলো ব্যবস্থাপনার মাধ্যম দূষণের হাত থেকে রক্ষার আবেদন জানাই।
এসময় রাজনৈতিক দলসমূহকে ঢাকা এবং সারাদেশের নদী রক্ষায় তাদের রাজনৈতিক নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি নাগরিক সংলাপে ঢাকা শহরের আশেপাশের নদীর দূষণ ও দখল মুক্ত করে নদীর প্রাণ ফিরিয়ে এনে ঢাকার পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার জন্য সকলের সমন্বিত পদক্ষেপের আহ্বান জানানো হয় এই সংলাপে।