ক্যাটাগরি-৪ হারিকেনের মতো ভয়ংকর শক্তিশালী রূপ নিয়েছে টাইফুন ‘ক্রাথন’। যেটি ধেয়ে আসছে পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানের দিকে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার এই ভয়ংকর টাইফুন প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে দেশটির উপকূল অঞ্চলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

রয়টার্স আরও জানাচ্ছে, টাউফুন ক্রাথনের ব্যাপারে তাইওয়ান কর্তৃপক্ষ সোমবার সতর্কতা জারি করেছে। একে ক্যাটাগরি-৪ হারিকেনের মতো শক্তিশালী উল্লেখ করে বলা হয়েছে, প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে এটি ঘনবসতিপূর্ণ পশ্চিম উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) বলেছে, ক্রাথন বুধবার বিকালে প্রধান বন্দর শহর কাওশিউংয়ে আঘাত হানবে। পরে উত্তর-পূর্ব দিকে তাইওয়ানের কেন্দ্র দিয়ে পূর্ব চীন সাগরে প্রবেশ করবে।

ট্রপিক্যাল স্টর্ম রিস্ক অনুসারে, এটি কেন্দ্রের কাছে ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা (১২৫ মাইল) এর বেশি বেগে বয়ে যেতে পারে।

সিডব্লিউএ-এর আবহাওয়াবিদ জিন হুয়াং বলেছেন, টাইফুনের প্রভাব ‘ক্রমবর্ধমান বড় হচ্ছে।’ হুয়াং স্থানীয় বাসিন্দাদের ১৫০ কিলোমিটারের বেশি (৯৩ মাইল প্রতি ঘণ্টা) তীব্র বাতাসের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছেন।

কাওশিউংয়ের মেয়র চেন চি-মাই বলেছেন, শহরটি একটি ধ্বংসাত্মক ঝড় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত এক হাজার ৬৯০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি টাইফুন ক্র্যাথনের পথ কাওশিউংয়ে একটি বড় বিপর্যয় ঘটতে পারে বলেও সতর্ক করেছেন।

প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় তাইওয়ান কর্তৃপক্ষ ইতোমধ্যে এক হাজারের বেশি রাবার বোট এবং ১৫ হাজার সৈন্য তাইওয়ানজুড়ে প্রস্তুত রেখেছেন। সেখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বলেছেন, ‘সব সামরিক হাসপাতাল থেকে জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা যেকোনো সময় সহায়তা করতে প্রস্তুত।’

এছাড়া তাইওয়ানের দূরবর্তী দ্বীপ অভিমুখে চলাচল করা নৌযানগুলো বন্ধ রাখা হয়েছে এবং কিছু অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর লেবাননে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সদরদপ্তরে সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে। কিন্তু হিজবুল্লাহর সূত্রগুলো এএফপি, রয়টার্স এবং লেবানন ও ইরানের স্থানীয় মিডিয়াসহ বিভিন্ন সংবাদ সংস্থাকে বলছে, দাহিহ শহরতলিতে হামলার পর নাসরুল্লাহ বেঁচে আছেন এবং নিরাপদে আছেন।

এই হামলার টার্গেট সম্পর্কে ইসরায়েল এবং হাসান নাসরুল্লাহর বর্তমান অবস্থার বিষয়ে হিজবুল্লাহ এখন পর্যন্ত অফিসিয়াল কোনো বক্তব্য দেয়নি বলে জানিয়েছে বিবিসি। তবে একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে বলেছেন যে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে শুক্রবারের হামলা সফল হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তা জানতে আমরা অপেক্ষা করছি।

সম্প্রতি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে টেলিভিশন ভাষণে বলেছিলেন, 'পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ সব সীমা ছাড়িয়ে গেছে।'

তিনি বলেন, 'এই আক্রমণ যাবতীয় আইন, নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটাকে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধাপরাধ বলা যেতে পারে।'

এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, 'বৈরুতে সর্বশেষ হামলাগুলোর মানে হচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতির প্রচেষ্টাকে কোনো পাত্তা দিচ্ছে না।'

তিনি দ্রুত দেশে ফিরে জরুরি বৈঠকে বসবেন বলে তার অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।

হিজবুল্লাহ নেতা কে এই হাসান নাসরুল্লাহ 

শিয়া নেতা হাসান নাসরুল্লাহ ১৯৯২ সাল থেকে হিজবুল্লাহর নেতৃত্ব দিচ্ছেন। সংগঠনটিকে একটি রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার।

ইরান ও এর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও হাসান নাসরুল্লাহর রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ।

নাসরুল্লাহ কয়েক বছর ধরেই জনসমক্ষে আসছেন না। ইসরায়েলের হাতে হত্যার শিকার হওয়া থেকে বাঁচতেই তিনি লোকচক্ষুর আড়ালে আছেন বলে মনে করা হয়।

প্রকাশ্যে না এলেও হিজবুল্লাহর কাছে নাসরুল্লাহর আবেদন যথেষ্ট রয়েছে।

অনলাইন ডেস্ক।। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও লেবাননে অভিযান এবং তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এর মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের দামামা বেজে উঠলো।

মঙ্গলবার তেহরানের স্থানীয় সময় সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন স্থানে ২০০টিরও বেশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া শুরু করে ইরান।

ইরানের ফারস বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং এই বছরের শুরুতে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘ইসমাইল হানিয়াহ, হাসান নাসরাল্লাহ এবং (আইআরজিসি কমান্ডার আব্বাস) নীলফরৌশানের শহীদ হওয়ার প্রতিক্রিয়ায়, আমরা অধিকৃত অঞ্চলের কেন্দ্রস্থলকে লক্ষ্যবস্তু করেছি।’

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে টাইম অব ইসরায়েলসহ একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে উল্লেখ করে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নাগরিককে একটি সুরক্ষিত এলাকায় থাকতে বলা হচ্ছে।’

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সক্রিয় রয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে শনাক্ত এবং ভূপাতিত করা হচ্ছে, এমনকি এই মুহূর্তেও।’

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান মিসাইল ছোড়ার পর দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া সাইরেন শোনা যায় জেরুজালেমেও।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তেলআবিবের আকাশে অগ্নিকুণ্ড ও মিসাইল দেখা গেছে।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ খাইরি বলেছেন, জেরুজালেম এবং ইসরায়েলের দিকে পশ্চিম দিকে আকাশে কয়েক ডজন প্রজেক্টাইল দেখা যায়।

তিনি বলেন ‘মিসাইল প্রায় অবিরাম যাচ্ছে। সাইরেন তখনও বাজছে। এই মুহূর্ত পর্যন্ত, ইসরায়েলের বিশাল এলাকা জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’

এর আগে মঙ্গলবারই ইরান যেকোনো মুহূর্তে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেছিল মার্কিন কর্মকর্তারা। এর কয়েক ঘণ্টা পরই হামলা চালায় ইরান।

বামপন্থী রাজনীতিবিদ অনূঢ়া কুমারা দিশানায়েকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন। ঐতিহাসিক দ্বিতীয় দফা ভোট গণনার পর রবিবার তাকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম দফায় কোনো প্রার্থী মোট ভোটের ৫০ শতাংশের বেশি পাননি। সেখানে দিশানায়েকে ৪২.৩১ শতাংশ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী নেতা সাজিথ প্রেমদাসা পান ৩২.৭৬ শতাংশ ভোট।

সংবাদ বিজ্ঞপ্তি।। পানি ও নদী বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্সের পানি ও জলবায়ু বিষয়ক সম্মেলনে নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক 'টেরি বেকার' পুরস্কার লাভ করেন বাংলাদেশের খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও লং আইল্যান্ড সাউন্ডকিপার টেরি বেকারের নামে ২০১৬ সাল থেকে প্রবর্তিত এই পুরস্কার যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরের ওয়াটারকিপার সদস্যদের মধ্যে প্রদান করা হয়। এবছর যুক্তরাষ্ট্র থেকে অ্যাওয়ার্ড লাভ করেন নর্থ ক্যারোলিনার এস টি জনস রিভারকিপার লিসা রিনামেন ও বাংলাদেশের তোফাজ্জল সোহেল।

২৮ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গ রাজ্যের মিলওয়াকি শহরে সম্মেলনের শেষ দিন ওয়াটারকিপার এলায়েন্সের সমাপনী অধিবেশনে এই অ্যাওয়ার্ড প্রদান করেন ওয়াটারকিপার অ্যালায়েন্স এর কাউন্সিল বোর্ডের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ও তোফাজ্জল সোহেল এর মনোনয়নকারী ওয়াটারকিপার এলায়েন্সের নির্বাহী পরিষদের সদস্য শরীফ জামিল।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াটার অ্যালায়েন্স এর নির্বাহী পরিচালক মার্গ ইয়াগি, নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক কার্ল কোপ্লান, মিলওয়াকি রিভারকিপার সেরল নানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৩ শ জন ওয়াটারকিপার এর সদস্য।

২০১৪ সাল থেকে ওয়াটারকিপার অ্যালায়েন্স এর সাথে সম্পৃক্ত তোফাজ্জল সোহেল ২০০৬ সাল থেকে হবিগঞ্জের খোয়াইসহ অন্যান্য নদী রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিগত ১০ বছরের সেই কাজের স্বীকৃতি হিসেবে তোফাজ্জল সোহেলকে এই সম্মাননা প্রদান করা হয়।

বিশ্বের নদী রক্ষায় বিশেষ অবদান রাখা নদীকর্মীদের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশ্বব্যাপী নদী কর্মীদের জন্য এটি একটি বিরল সম্মাননা।

পুরষ্কার পেয়ে তোফাজ্জল সোহেল বলেন, দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলন এর স্বীকৃতি পেলে ভালো লাগে তবে দায়িত্বও বেড়ে যায়। আমি এই পুরস্কার পেয়ে আনন্দিত।

রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমোদন প্রসঙ্গে ইউক্রেনকে সবুজ সংকেত দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ার আভাস দেন স্টারমার।

দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্রদের কাছ থেকে রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমোদন চেয়ে আসছে ইউক্রেন। বাইডেন-স্টারমার বৈঠকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না আশায় এবারও ইউক্রেনের আশাভঙ্গ হলো।

বাইডেনের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার বলেছেন ‘আমাদের মধ্যে একাধিক বিষয়ে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইস্যু নিয়ে আলোচনা করেছি। ইউক্রেন নিয়ে বিশেষ কোনো পদক্ষেপের বদলে সার্বিক কৌশলের ওপরে মনোনিবেশ করে ফলপ্রসূ আলোচনা করা হয়েছে। হোয়াইট হাউস বলেছে, দুই নেতা রাশিয়ায় ইরান ও উত্তর কোরিয়ার প্রাণঘাতী অস্ত্র সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে।

হোয়াইট হাউসে বাইডেন ও স্টারমারের বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার অস্ত্র হামলা চালানোর অনুমতি না দিতে সাবধান করেন। এমন পদক্ষেপ নিলে ইউক্রেন যুদ্ধ ঘিরে ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি যুদ্ধ লেগে যাবে বলে তিনি হুঁশিয়ারি দেন। একই দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনজুড়ে অন্তত ৭০টি ইরান-নির্মিত ড্রোন হামলা চালিয়েছে। জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণকে রক্ষা করতে তাদের আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার অস্ত্রের সক্ষমতা জরুরি।

এদিকে স্টারমারের সঙ্গে বৈঠকের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে বাইডেন বলেন, তিনি ভ্লাদিমির পুতিনকে নিয়ে বেশি কিছু ভাবেন না।

লড়াই সংঘাতের উত্তেজনা আরো বেড়ে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এখনো পর্যন্ত রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দেয়নি। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মিত্রদের কাছে রুশ ভূখণ্ডে দূরপাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার অনুরোধ জানিয়ে আসছেন। তিনি বিশ্বাস করেন, কেবল এভাবেই যুদ্ধের সমাপ্তি টানা সম্ভব।

গত মাসে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে অভিযান শুরুর পর যুক্তরাজ্য বলেছিল আত্মরক্ষার্থে তাদের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের ‘সুস্পষ্ট’ অধিকার ইউক্রেনের রয়েছে। এমনকি রাশিয়ার অভ্যন্তরেও তা ব্যবহারে বাধা নেই। তবে স্টর্ম শ্যাডোর মতো দূরপাল্লার অস্ত্র ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সীমানার বাইরে ব্যবহারের প্রসঙ্গ বাদ দেয় যুক্তরাজ্য।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, আরটি রাশিয়ার সরকারের মদদপুষ্ট গণমাধ্যম নেটওয়ার্কের অংশ, যেগুলো গোপনে ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল’ করার চেষ্টা করেছে।

এর সাইবার কার্যক্রম চালানোর সক্ষমতাসহ ইউনিট আছে। শুধু তাই নয়, আরটির সঙ্গে রুশ গোয়েন্দাদের যোগসাজশ আছে বলেও তিনি অভিযোগ করেন। এদিকে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্রে একটি নতুন পেশা থাকা উচিত। আর এই পেশাদার ব্যক্তিরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ হবেন।

পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রগতি

পূর্ব ইউক্রেনে আরো একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ বাহিনী। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানায়। ইউক্রেনের পকরোভস্ক জেলায় গ্রামটির অবস্থান। রুশ বাহিনীর অগ্রগতির মুখে ইউক্রেনের সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, পূর্বাঞ্চলে অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী পকরোভস্ক শহরটি ঘিরে ফেলার রণকৌশল নিয়েছে বলে তিনি মনে করছেন।