বছরের শেষ দিনে দাঁড়িয়ে পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই আগামী জীবন সাজিয়েছেন অল্প-বিস্তর। সেই আলোকে চোখ মেলেছেন নতুন বছরের অনাগত দিনগুলোর দিকেও। নতুন বছরে নিজেকে কেমন করে সাজাতে চান, কিংবা সদ্য গত বছর থেকে শিক্ষা নিয়ে কোন ভুলগুলোর পুনরাবৃত্তি করতে চান না। সেই কাজে ভিন্নতাও আনতে চাইছেন কেউ কেউ। নতুন বছর ঘিরে প্রত্যাশার শেষ নেই তারকাদের। কাজে ভিন্নতাও আনতে চাইছেন কেউ কেউ।

শাকিব খান
গত বছর আমার অভিনীত ‘প্রিয়তমা’ দারুণ ব্যবসা করেছে। এ বছর আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। বলা যেতে পারে, এ বছর আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। জীবনে নতুন কিছু উইন্ডো খুলতে যাচ্ছে ভেবে রোমাঞ্চিত বোধ করছি। সব সময়ের মতো এ বছরও সন্তানদের পর্যাপ্ত সময় দেব। কথা নয়, ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল।

জয়া আহসান
সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। উইশ ইউ অল ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক সবার। সবাই অনেক ভালো থাকুন এবং প্রাণ-প্রকৃতির কথাও একটু ভাবুন। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। জীবন আনন্দময় হোক। বছরটা সবার ভালো কাটুক। কাজের ব্যাপারে বলব– যেভাবে পথ চলছি, যেভাবে সিনেমায় অভিনয় করছি, এভাবেই আগামীর পথচলা অব্যাহত রাখতে চাই। বাংলাদেশ ও ভারতীয় বাংলা সিনেমায় সমানভাবে অভিনয় করতে চাই। ভালোর কোনো শেষ নেই। সে জন্য বলব, আরও ভালো ভালো গল্পে নতুন বছরে আমাকে দেখতে চাই। দর্শকের ভালো লাগবে, তেমন কাজেই নিজেকে বেশি দেখতে চাই নতুন বছরে।

চঞ্চল চৌধুরী
নতুন বছরটি সবার জন্য সুখকর হবে– এমনটাই প্রত্যাশা করছি। যেসব অপূর্ণতা রয়ে গেছে, নতুন বছরে ঘাটতি পূরণ হবে– সে আশাও করছি। পরিপূর্ণতা বয়ে আনবে সবার জীবনে। নতুন বছরটি সবার জন্য শান্তি-সমৃদ্ধি বয়ে আনুক, নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক, দেশের প্রত্যেক মানুষের জন্য শুভকামনা।