নববর্ষ শুভদিন মাহেন্দ্র লগনে
ভাইবোন বন্ধু এসো শৃুভ্রশান্ত মনে
সবে মিলে চল যাই প্রাতসূর্য স্নানে
পঙ্কিলতা দূর করি লোহিতকিরণে
পরিপূর্ণ পবিত্রতা আনি দেহমনে
অঙ্গীকারাবদ্ধ হই সর্বান্তকরণে
কল্যাণ কুশল আর প্রীতির বন্ধনে
বর্ষ ভরি রব মোরা অম্লান বদনে।

প্রকৃতি ধরেছে দেখি রত্নভরা সাজ
দানিয়েছে হস্ত খুলে সবে ঋতুরাজ
চারদিকে পাখীদের সুরের রে’য়াজ
পবন পরশ রসে পেয়ে বুঝি লাজ-
কুসুমে কুসুমে হাসে বৃক্ষরাজি আজ
শিখিনু প্রচুর মোরা প্রকৃতির মাঝ
খুশীভরা মনে করি যার যার কাজ
মানবের ঐক্যে গড়ি সুন্দর সমাজ।