সংবাদ বিজ্ঞপ্তি।। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৯ আগস্ট ২০২৪, শুক্রবার এক বিবৃতিতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিটব্যুরোর সদস্য, পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্রাচার্য-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড বুদ্ধদেব ভট্রাচার্য ছিলেন ভারতসহ সমগ্র দুনিয়ার শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার আদায় এবং মানব মুক্তির মহান আদর্শ প্রতিষ্ঠার অকুতোভয় বিপ্লবী যোদ্ধা। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ স¤পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


নেতৃবৃন্দ তার শোকাহত পরিবার, পার্টি সদস্য ও পশ্চিমবঙ্গের জনগনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।