নৈরাজ্যকারীদের দেশের শত্রু আখ্যা দিয়ে আগামীতে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করেন তিনি।

বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এই দাবি জানান মির্জা ফখরুল ইসলাম।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাই অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। স্বৈরাচার এবং তাদের দোসররা পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখন যারা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করছে তারা আন্দোলনকারী নয়, এরা দেশের শত্রু। এদের বিচার হবে।

এ সময় সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিজয়কে সুসংহত করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। 

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে ভার্চুয়ালি লিখিত বক্তব্য দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান প্রমুখ।