প্রেস বিজ্ঞপ্তি।। সিপিবি আহুত সারাদেশে উপজেলা-থানায় দুর্নীতিবিরোধী সমাবেশের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীরচরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত দুর্নীতি বিরোধী সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সরকারের নীতি দুর্নীতিকে লালন পালন করছে। ক্ষমতার ছত্রছায়ায় থেকেই এসব দুর্নীতিবাজরা মহা দুর্নীতিবাজে পরিণত হয়েছে। এদের হাত থেকে দেশ বাঁচাতে চলমান দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে হবে।


তিনি বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তেঁতুলিয়া থেকে শুরু করে সারাদেশে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করবে।


তিনি আগামী ১৬ জুলাই বামজোট আহুত দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে অবস্থানের কর্মসূচি সফল করারও আহ্বান জানান। তিনি বলেন, একের পর এক দুর্নীতির খবর যতটুকু বেরোচ্ছে এটা তো ছিটেফোঁটা। যাদের প্রশ্রয় এরা দুর্নীতি করেছে সে খবর তো এখনো বেরোলো না। প্রশ্রয়দানকারী নায়কদের ধরতে না পারলে এই দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া যাবে না।


সিপিবি নেতা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে কামরাঙ্গীরচর কুড়ারঘাট শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমন্ডলীর সদস্য আকতার হোসেন, কামরাঙ্গীরচর শাখার সম্পাদক মাহমুদুর রহমান বিরল, রিক্সা-ভ্যান শ্রমিকনেতা আব্দুল হাকিম মাইজভান্ডারী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আরিফুল ইসলাম নাদিম।


তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার জনমত অপেক্ষা করে কালো টাকাকে সাদা করার সুযোগ করে দিল। ঋণ খেলাপিদের কাছ থেকে এখনো টাকা আদায় করা হলো না। বিদেশে পাচারকৃত টাকা উদ্ধারের কোন খবর আমরা পাচ্ছি না। এ অবস্থা থাকলে দুর্নীতিবাজরাই উৎসাহিত হবে। তাই সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে সকল মানুষকে মাঠে নামতে হবে। দুর্নীতিবাজদের হঠানোর সাথে সাথে চলমান দুঃশাসন হঠানো, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রামকে অগ্রসর করতে হবে।


দেশব্যাপী দুর্নীতিবিরোধী সমাবেশের অংশ হিসেবে বিভিন্ন উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া নেত্রকোণায় সিপিবি’র সমাবেশে পুলিশ বাধা প্রদান করে।