আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রবিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, শীতের আবহাওয়া বিরাজমান থাকায় বর্তমানে দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া রয়েছে। তবে মৌসুমী বায়ুর কারণে বিভিন্ন স্থানে মেঘাচ্ছন্ন আকাশ এবং অল্প বৃষ্টিপাত হচ্ছে। এই পরিস্থিতি আরও এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপর দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।
বৃহস্পতিবার দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইল, রংপুর এবং ফেনীতে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।