নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়েছে ওয়াটারকিপার্স বাংলাদেশ। ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ৮ আগস্ট, বৃহষ্পতিবার, রাত নয়টায় বাংলাদেশের নতুন ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় তিনি এবং সরকারের অন্যান্য উপদেষ্টাগণকে পানি ও জলবায়ু অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক বৈশ্বিক প্ল্যাটফর্ম ওয়াটারকিপার অ্যালায়েন্সের আঞ্চলিক প্রতিনিধিত্বকারী সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট ২০২৪ তারিখে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সমাপ্তি ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রত্যয়ে শপথ গ্রহণ করা অন্তর্বর্তীকালীন এই সরকারের উপদেষ্টামণ্ডলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও আপামর জনমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।
আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের সফলতা কামনা করি।