সংবাদ বিজ্ঞপ্তি।। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। সংগঠনের আহ্বায়ক রাশেদা কে চৌধুরী এবং সদস্য সচিব শরীফ জামিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ৮ আগস্ট, বৃহষ্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন। ১৭ সদস্যবিশিষ্ট নতুন এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী বরেণ্য অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাগণকে দায়িত্ব গ্রহণ করায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর গঠিত হয়েছে এই সরকার। আমরা ধরা’র পক্ষ থেকে ধন্যবাদ জানই আপামর ছাত্র-জনতাকে, যারা এই গণ-অভ্যুত্থানকে সফল করেছেন। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি অভ্যুত্থানে নিহত সকল বীর শহীদকে। পাশাপাশি এই গণ-অভ্যুত্থানে আহত ছাত্র জনতার দ্রুত সুস্থতা কামনা করি।

জাতির এই ক্রান্তিকালে রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূরীকরণ, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করার প্রত্যয়ে শপথ গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গণ-অভ্যূত্থানে নিহত শহীদ ও অংশগ্রহণকারী সাধারণ মানুষের চেতনা, আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলনে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।

আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের সাফল্য কামনা করি।